জন্মনিয়ন্ত্রণ ফতোয়া ও নারী অধিকার
বিশ্বব্যাপী মহামারীর সংকটকালে নানা সমীক্ষায় উঠে এসেছে মেয়েদের উপর কী হারে বাড়ছে গার্হ্যস্থ হিংসার মাত্রা – সেখানে নারীর জরায়ুর অধিকারের প্রশ্নে রাষ্ট্রের ফতোয়া নেমে এলে কন্যাভ্রূণ হত্যার পাশাপাশি সার্বিক লিঙ্গানুপাত আরও নেতিবাচক হবে।
by সরিতা আহমেদ | 25 July, 2021 | 858 | Tags : birth control government patriarchy india birth control reproductive rights women